পাবনার ভাঙ্গুড়া উপজেলার মানবিক ও দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা নাজমুন নাহার নিয়মিত বদলির কারণে ভাঙ্গুড়া ছাড়ছেন। তার কর্মকালীন দায়িত্বপালনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সর্বস্তরের মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। নাজমুন নাহার ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্ত হলে তিনি পৌর প্রশাসকের দায়িত্বও পালন করেন। এই দায়িত্ব পালনকালে এমপি, উপজেলা চেয়ারম্যান শুন্য অবস্থায়, একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে বিভিন্ন সেক্টরের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা চ্যালেঞ্জিং ছিল। তবুও তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে উপজেলার কার্যক্রম পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মকালীন সময়ে ভাঙ্গুড়ার ভূমি সেবা থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রতিটি অফিসে নিয়ম...