সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি আনোয়ারুল বলেন, ‘সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে। কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।’ তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গত ৪ আগস্ট গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে ৫টি থেকে বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে ৪টি থেকে একটি কমিয়ে ৩টি আসন করা হয়েছে। এছাড়া ঢাকার ৮টি আসনসহ মোট ৪৬টি সংসদীয় আসনের সীমানায় কমবেশি পরিবর্তন আনা হয়েছে। তবে সীমানা পুনঃনির্ধারণ নিয়ে...