দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ডে পর্যটকদের জন্য নানা সমস্যার কারণে আকর্ষণ কমছে। বড় যানবাহনের চলাচলে বাঁধা সৃষ্টি করছে কাঁঠালতলী বাজারের প্রবেশ মুখে থাকা গাছ। এছাড়া জলপ্রপাতে ময়লা আবর্জনা রয়েছে এবং শিশু পর্যটকদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা নেই। স্থানীয় সচেতন মহল ও পর্যটকরা অভিযোগ করেছেন, বন বিভাগের পরিকল্পনার অভাবে দিন দিন পর্যটক সংখ্যা কমছে। তবে বন বিভাগের কর্মকর্তারা মাধবকুণ্ডকে পর্যটক বান্ধব করার জন্য প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন। সরাসরি পর্যবেক্ষণে দেখা গেছে, কাঁঠাল তলী বাজারের প্রবেশ মুখে তিনটি বড় গাছের কারণে গাড়ি চলাচল খুবই দুর্ভোগজনক। স্থানীয়রা বলছেন, “এই গাছগুলো এখন এলাকার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।” সরকার ১৯৯৮ সালে মাধবকুণ্ডকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করলেও প্রায় তিন যুগ পার হওয়ার পরও পর্যটন উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন অবকাঠামো আজ...