সময়ের সাহসী সন্তান, বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, তাত্ত্বিক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদ বদরুদ্দীন উমর আমাদের মাঝে আর নেই। তিনি রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে উমর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই(ফিলোসফি, পলিটিক্স এন্ড ইকোনমিক্স) ডিগ্রি নেন। অন্যায়ের বিরুদ্ধে বদরুদ্দীন উমরের কণ্ঠ ছিল বরাবরই বলিষ্ঠ। তিনি গবেষণা, চিন্তা ও লেখায় আজীবন সক্রিয় ছিলেন। গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থায় তার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও পূর্বাপর ঘটনাবলীর গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। আলোচিত সাক্ষাতকারটি আবার প্রকাশ করা হয়েছে। ওই সাক্ষাতকারে বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর...