ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে বসে কখন যে বিশ্বরাজনীতির প্রসঙ্গে চলে গেলেন সালমান খান, তা আঁচ করতে পারেননি কেউই। শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ ভাইজান মন্তব্য করেন, ‘যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!’ সরাসরি নাম না করলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান সালমানের ইঙ্গিত আসলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। কখনও ভারত–পাকিস্তান, কখনও বা ইসরায়েল–ফিলিস্তিন। অথচ সংশ্লিষ্ট পক্ষগুলি বারবার তার সেই দাবি নাকচ করেছে। তবুও সমর্থকেরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে এল। নতুন এই পর্বটি সম্প্রচারের পর...