সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দলে খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার দেখা যাবে তাকে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাকিবের সঙ্গে খেলবে আটলান্টা ফায়ারে। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রিয়াদের আগেও রয়েছে। সিপিএল, পিএসএলসহ বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখা গেছে। এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও হাজির হচ্ছেন তিনি, যেখানে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত সাকিব, তবে শিগগিরই যুক্তরাষ্ট্রে যোগ দেবেন আটলান্টা ফায়ারের হয়ে। ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এ টুর্নামেন্ট, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকরা ইতোমধ্যে ছয়টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা রিয়াদকে পরিচয় করিয়ে দিয়েছে ‘স্টারপাওয়ার’ হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে লেখা হয়েছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা...