জাতীয় দলের ক্রিকেটাররা যখন এশিয়া কাপ খেলবেন, দেশে তখন বাকিদের ব্যস্ত সময় কাটবে জাতীয় লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টটি উন্মোচন করা হবে আগামীকাল সোমবার। আর খেলা মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর থেকে। আনুষ্ঠানিক উন্মোচনের আগের দিন একে একে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কের নাম জানিয়েছে আয়োজকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিন্ন ভিন্ন বার্তায় অধিনায়কদের নাম ঘোষণা করেছে এনসিএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। এশিয়া কাপের দলে না থাকায় এবার শুরু থেকেই এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে পারবেন নাজমুল হোসেন শান্ত। তার কাঁধেই থাকবে রাজশাহীর দায়িত্ব। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও রংপুরের অধিনায়কত্ব করবেন আকবর আলি। ক্রিকেটারদের কল্যাণ সংস্থা কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুনকে দেওয়া হয়েছে খুলনার দায়িত্ব। গত কয়েক বছর টানা দলটির নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। তবে এবার এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন তিনি। এনসিএল টি-টোয়েন্টির গত...