বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মোহাম্মদ সজীব (১৭) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৪৫ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। নিহত সজীবের বাবা সালাউদ্দিন (৩৬) নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনাক্রমে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), কৃষকলীগের...