কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার বিদ্যালয়গুলো ক্রমেই হয়ে উঠছে অনিরাপদ ও অরক্ষিত। অনেক বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় সন্ধ্যা হলে অবাধে বহিরাগতদের প্রবেশ, বখাটে ছেলেদের আড্ডা ও মাদকের আসর চলছে হর-হামেশাই। বিশেষ করে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে জমে এসব বখাটে মাদকসেবীদের আড্ডা। বখাটেরা আড্ডা ও মাদকসেবনের পাশাপাশি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেলেও নেই প্রশাসনের তেমন নজরদারি। এতে অনেকটা নিরুপায় প্রতিষ্ঠানের শিক্ষকরা। সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্বজোড়কানন ইউনিয়নের লামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যার পরপরই শুরু হয় বখাটেদের আড্ডা ও মাদকসেবন। প্রতিদিনই বখাটে মাদকসেবীরা বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও ছাদে মাদকের আসর বসাচ্ছে। বখাটেপনা রোধে বিদ্যালয় কর্তৃপক্ষ আলোকসজ্জার ব্যবস্থা করলেও এগুলো ভেঙে ফেলাসহ বাতি না জ্বালাতে শিক্ষকদের হুমকি দেয় বখাটেরা। সম্প্রতি বিদ্যালয়ের বারান্দার গেইট, গ্রিল ও ইলেকট্রিক...