পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ২৫টি জেলাজুড়ে চলমান বন্যায় মোট ৪১০০ গ্রামের ৪১ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মহাপরিচালক জানিয়েছেন, বন্যায় ২৬ অগাস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, লাহোরে এক সংবাদ সম্মেলনে পিডিএমএ –র মহাপরিচালক ইরফান আলি কাথিয়া জানান, ওই গ্রামগুলোর ৪১ লাখ ৫১ হাজার ১১৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তাদের জন্য ৪২৫টি ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, বন্যার্তদের জন্য প্রায় ৫০০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেখানে এ পর্যন্ত প্রায় এক লাখ ৭৫ হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কাথিয়া জানান, পাঞ্জাবের প্রধান তিনটি নদীর সবগুলোতেই পানির উচ্চতা ‘হ্রাস’ পাওয়ার ধারা শুরু হয়েছে। পানি দ্রুত হ্রাস না পেলেও বৃদ্ধির...