ঢাকা : ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে অভিনয়ে তেমন নিয়োমিত নন তিনি। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটাও ফেসবুকে প্রকাশ করেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান। এবার করলেন নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার।শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।এরপর লেখেন, আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি...