কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৩:৪৩ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মৌলভীবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা লিটন চৌধুরী দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।ভার্চ্যুয়ালি বক্তব্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের একজন কর্মী হিসেবে নিজের যোগ্যতায় তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পদে আসীন ছিলেন।...