নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে ‘প্রশ্ন তোলার’ সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বিক্ষোভ-আন্দোলন করেও কোনো ‘লাভ হবে না’। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। এতে প্রায় ৫২টি আসনে পরিবর্তন আনা হয়। এবার গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। এ সীমানায় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন সীমানা নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিভিন্ন নির্বাচনি এলাকায় চলছে বিক্ষোভ-আন্দোলন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা নির্ধারণের কাজ কমিশন নিরপেক্ষভাবে সম্পন্ন করেছে। আইনে প্রশাসনিক অখণ্ডতা, ভৌগলিক এলাকা ও সর্বশেষ আদম শুমারির তথ্য বিবেচনা করার কথা বলা...