০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম মানবতার মুক্তির দিশারী মহামানব ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) ইয়েমেন সম্পর্কে বেশ কিছু হাদীসে বিশেষভাবে উল্লেখ করেছেন। ইয়েমেনের মানুষ, তাদের ঈমান ও তাদের গুণাবলী নিয়ে প্রশংসা ঝড়েছে স্বয়ং আল্লাহর প্রিয় রাসূল (সাঃ) এর কণ্ঠে। বেশ কিছু সহীহ হাদিসে উঠে এসেছে ইয়েমেন ও ইয়েমেনের জনসাধারণকে নিয়ে করা রাসূল (সাঃ) এর সে সকল প্রশংসা। সে সবের মধ্যে কয়েকটি সহীহ হাদীস তুলে ধরা হলো। ইয়েমেন ও ঈমান সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন: “ঈমান ইয়েমেনের, আর হিকমতও ইয়েমেনের।”(সহীহ বুখারী ৩৪৯৯, সহীহ মুসলিম ৫২) অর্থাৎ ইয়েমেনের মানুষের মধ্যে ঈমান ও প্রজ্ঞার বৈশিষ্ট্য প্রবল থাকবে। যা বলেছেন স্বয়ং মাহনবী (সাঃ)। ইয়েমেনের লোকদের নম্রতা ও হৃদয়ের কোমলতা নিয়ে রাসূল (সাঃ) অন্য এক হাদিসে বলেছেন: “ইয়েমেন...