০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় জড়িত দু’জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চুরির কথা স্বীকার করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। তিনি বলেন ৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সহযোগিতায় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত একজন ক্যাবল চুরির দায় স্বীকার করেন। গ্রেফতারকৃতদের শনিবার গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া ক্যাবল চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা...