কুষ্টিয়ায় ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামিসহ ২৩ হাজার চকলেট বাজি, একটি মোটরসাইকেল, ১৮ বোতল মদ এবং এক হাজার ৭০টি নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, সীমান্তের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় এক চোরাচালানিকে আটক করা হয়েছে। জব্দ মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামালের...