এ বছরের আগস্ট মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এসব অভিযানে উদ্ধার করা পণ্যের বাজারমূল্য ১৭৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। রবিবার (৭ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, আগস্ট মাসে জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ ও ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা। পাশাপাশি বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, শার্টপিস, কম্বল, তৈরি পোশাক ও থান কাপড় জব্দ করা হয়। সীমান্ত থেকে আটক হয় কয়েক লাখ কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গহনা, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, সার, কয়লা, সুতা, জাল ও অন্যান্য অবৈধ পণ্য। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মোবাইল...