হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় নেমেছেন বাম সংগঠন সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদের’ জিএস প্রার্থী মেঘমল্লার বসু। তিনি ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য গত ১ সেপ্টেম্বর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন মেঘমল্লার বসু। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মেঘমল্লার বসুকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তিনি মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করেন। বিকেলে তিনি বিজ্ঞান অনুষদের তিনটি হলে প্রচারণা চালাবেন। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হুইলচেয়ারে করে আসেন মেঘমল্লার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। তিনি...