গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ, ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা, ৮ হাজার ৭৩৯টি শাড়ি, ৪ হাজার ৯০৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩ হাজার ৯৭৭টি তৈরি পোশাক, ৯ হাজার ৬০৩ মিটার থান কাপড়, ৪ লাখ ৪১ হাজার ১৭২টি কসমেটিক্স সামগ্রী, ৪১ হাজার ৩৩১ পিস ইমিটেশন গহনা, ১৪ লাখ ১ হাজার ৫১৩টি আতশবাজি, ৪ হাজার ৫৪৬ ঘনফুট কাঠ, ২ হাজার ১৯৪ কেজি চা পাতা, ৭ হাজার ৩২১ কেজি সুপারি, ১ হাজার ৩৭৬ কেজি সার, ৪৫ হাজার ৫৫০ কেজি কয়লা, ৫৩ হাজার...