সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত হাসানকে মারধরের অভিযোগে একতা পরিবহনের ছয়টি বাস আটক করেছে কলেজের একদল শিক্ষার্থী। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাসগুলো আটক করে কলেজ মাঠে রেখেছেন শিক্ষার্থীরা।মারধরের শিকার রিফাত হাসান জানান, আমি পড়াশোনার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সহকারী হিসেবে কাজ করি। রোববার সকালে আমার ডিউটি ছিল মহাখালী বাস টার্মিনালের প্রবেশপথে, স্বাধীন বাংলা পাম্পের সামনে। সকাল ৯টার দিকে একতা পরিবহনের একটি বাস সিরিয়াল ভেঙে টার্মিনালে প্রবেশের চেষ্টা করলে সড়কে জট সৃষ্টি হয়। এ সময় আমি বাধা দিলে বাসের স্টাফরা আমার ওপর চড়াও হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা আমাকে কয়েক দফা মারধর করে।পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনারের...