ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান সরকারি ভবন রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার গভীর রাতে হামলার সময় বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য দেখতে পেয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো নিশ্চিত করেছেন, এই প্রথমবার মন্ত্রিসভার ভবন সরাসরি হামলার শিকার হলো। তিনি জানান, ভবনের ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, শত্রুরা প্রতিদিন আমাদের জনগণকে সন্ত্রস্ত করছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় রাশিয়া রেকর্ডসংখ্যক আট শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানে, আর ভূপাতিত ধ্বংসাবশেষ পড়ে আরও আটটি স্থানে। কিয়েভের কেন্দ্রে এভাবে হামলা চালানো বিরল ঘটনা। কারণ এ এলাকায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে এবার মনে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে দুর্বল হয়ে পড়েছিল। শহরের অন্যত্র একাধিক বহুতল আবাসিক...