রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেছে মটর শ্রমিকরা। এতে রাস্তায় যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে যাত্রীরা। রোববার ৭ সেপ্টেম্বর দুপুরে মহাখালী রেলগেইট থেকে নাবিস্কো পর্যন্ত বিভিন্ন স্থানে আড়াআড়ি করে বাস রেখে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন। এর মধ্যে একতা পরিবহনের...