জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ। অভিনয় থেকে অনেক দিন হলো দূরে আছেন। কারণ এখন তিনি থাকেন জাপানে। স্বামীর কর্মসূত্রে সেখানে স্থায়ী হয়েছেন। এখন তাঁর পরিচয় শিক্ষিকা। বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন। অপর্ণা বললেন, ‘এখানে যে স্কুলে পড়াই, প্রিন্সিপাল জানেন আমি অভিনয়শিল্পী। এ জন্য অনেক সম্মান দেন। শিক্ষার্থীরাও বিষয়টি জেনে গেছে, ওরাও আমাকে পছন্দ করে। শিক্ষকতা পেশা উপভোগ করছি, খুব ভালো লাগে।’ অভিনয়ের জগত থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটক-সিনেমার জগৎ থেকে দূরে থাকতে খারাপ লাগে। শুটিংয়ের দিনগুলো মিস করি। আমরা তখন পরিবারের মতো ছিলাম। সবাইকে মনে পড়ে।’ জাপানের অভিজ্ঞতা প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘এখানকার ডিসিপ্লিন খুব ভালো লাগে। মানুষ খুব শান্তিপ্রিয়। ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরতে যাই। স্বামী ছবি তুলতে ও ভ্রমণ করতে ভালোবাসেন, আমিও ঘুরতে ভালোবাসি। দেশের অনেক...