রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন।বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। রোববার (৭ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ছাত্রদল সমর্থিত এ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবীরকে সহ-সভাপতি (ভিপি), একই শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহ-সধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে। প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন,...