ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আরো পড়ুন:ডায়াপার পাল্টে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করছে রোবটক্লাসরুমে শিক্ষার্থী ঘুমিয়ে গেলে সম্মান করা হয় যে দেশে ডায়াপার পাল্টে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করছে রোবট ক্লাসরুমে শিক্ষার্থী ঘুমিয়ে গেলে সম্মান করা হয় যে দেশে গত জুলাইয়ে অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন এলডিপি জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই তার পদত্যাগ নিয়ে নানা জল্পনা চলছিল। যদিও কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী ইশিবা এসব জল্পনা অস্বীকার করে বলেছিলেন, তিনি নির্বাচনে পরাজয়ের দায়িত্ব কিভাবে নেবেন, সে বিষয়ে ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্ত নেবেন। গত মঙ্গলবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি...