০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কিকো’। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি খুব শক্তিশালী হওয়ায় দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। হাওয়াই অঙ্গরাজ্য ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। কিকো হলো একটি ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেন, যা দ্রুতগতিতে হাওয়াইয়ের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে হাওয়াইয়ের হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল ঝড়টি, ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ২৫ মাইল গতিতে এগোচ্ছে এবং রবিবারের মধ্যে বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। ঝড়টির কারণে হাওয়াই অঙ্গরাজ্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে। হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, ধ্বংসাবশেষ পরিষ্কার করা, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের...