আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র সফর করবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই সফরে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর একটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামিতে, আর শিকাগোতে তাদের দ্বিতীয় ম্যাচের পুয়ের্তো রিকো। এর মাঝে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রথমবার খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। খ্যাতিমান সাংবাদিক গাস্তন এডুলের তথ্যানুযায়ী, ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১৩ অক্টোবর শিকাগোতে তারা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর। গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি এবং একটি গোল যোগ করেন লাউতারো মার্টিনেজ। যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে এরপর নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা ও এশিয়া সফর করবে আর্জেন্টিনা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।...