জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস-সংলগ্ন এলাকা থেকে রায়সাহেব বাজার পর্যন্ত থাকা অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জবির শান্ত চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। এটি ক্যাম্পাস প্রদক্ষিণের পাশাপাশি মূল ফটক অতিক্রম করে রায়সাহেব বাজারে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষকেরা অংশ নেন।পদযাত্রায় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, বাসস্ট্যান্ড নো মোর’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘থাকবে না থাকবে না, অবৈধ বাসস্ট্যান্ড থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন।সমাবেশে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক অপু মুন্সী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি বাসস্ট্যান্ড, না কি বাসস্ট্যান্ডের বিশ্ববিদ্যালয় তা অনেক সময় বোঝা যায় না। বিশ্ববিদ্যালয়ের আশপাশে এমন পরিবেশ...