পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-তে বিভক্তি এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যমে ইশিবার পদত্যাগের খবর প্রকাশিত হয়। তবে রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। দেশটির সরকার জানিয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর থেকে ইশিবার নেতৃত্বাধীন জোট সংসদের উভয় কক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে জনগণের ক্ষোভই এই ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আরো পড়ুন :ট্রাম্প-জিনপিং বৈঠকের সম্ভাবনা, হোয়াইট হাউসে গোপন প্রস্তুতি গত জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর তাঁর নিজের দল থেকেও পদত্যাগের দাবি উঠেছিল। তবে এতদিন ইশিবা তা প্রত্যাখ্যান করে আসছিলেন।...