সম্প্রতি বাংলাদেশ অ্যাডভান্সড রিসার্চ ট্রেইনিং সেন্টার (BARTC) আয়োজিত উন্নত গবেষণা প্রশিক্ষণ কোর্স ‘Complete Research Training: From Zero to Publication’ সম্পন্ন হয়েছে। এতে অনলাইনে যোগ দেন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী ও গবেষক। প্রশিক্ষণে মূল বক্তা ছিলেন গবেষক প্রফেসর ড. মঈন উদ্দিন খন্দকার। তিনি বর্তমানে মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির Applied Physics and Radiation Technologies বিভাগে অধ্যাপনা করছেন। ড. খন্দকার বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস'র ফেলো, Elsevier–Stanford তালিকাভুক্ত বিশ্বের শীর্ষ ২% গবেষকদের একজন। এসকোপাস ইনডেক্সড জার্নালে তার ৭৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা এখন পর্যন্ত ২০,০০০ বারেরও বেশি উদ্ধৃত হয়েছে। প্রশিক্ষণে তিনি অংশগ্রহণকারীদের শেখান কীভাবে গবেষণার সঠিক বিষয় নির্বাচন করতে হয় এবং মানসম্পন্ন গবেষণার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। বিশেষ গুরুত্ব দেন লিটারেচার রিভিউতে। তার মতে, এটি শুধু তথ্যের সারসংক্ষেপ নয়; বরং...