ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে ঘটল এক অভাবনীয় ঘটনা। ইনিংসের প্রথম দুই বলেই আউট হয়ে গেলেন কোনো দলের দুই ওপেনার। ওয়ানডে ফরম্যাটে কানাডা ও স্কটল্যান্ডের ম্যাচে এই নজিরবিহীন ঘটনা ঘটেছে।আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এর আগে কখনও ইনিংসের প্রথম দুই বলে কোনো দলের দুই ওপেনার আউট হননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ওই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। উদ্বোধনী ওভারে বোলিংয়ে ছিলেন পেসার ব্র্যাড কারি। তার প্রথম বলেই কানাডার ওপেনার আলি নাদিম স্লিপে ক্যাচ দেন মার্ক ওয়াটের হাতে। নতুন ব্যাটার পারগত সিং দ্বিতীয় বলে স্ট্রেট ড্রাইভ খেললে বল বোলার কারির হাতে লেগে গিয়ে আঘাত করে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে। বল ডেলিভারির সময় ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়েছিলেন অপর ওপেনার যুবরাজ শর্মা। তাই...