চোট শঙ্কা নিয়ে ফ্রান্সের জার্সিতে মাঠে নেমে যে বিপদ ডেকে এনেছেন উসমান দেম্বেলে, তাতে ভুগতে যাচ্ছে পিএসজি। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটি এই তারকা ফরোয়ার্ড। সঙ্গে আরেক ফরোয়ার্ড দিজিরে দুয়েকেও হারিয়েছে ফরাসি ক্লাবটি। গত মৌসুমের ট্রেবল জয়ী পিএসজি শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, দেম্বেলের হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর। তাকে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে। আর ডান পায়ের পেশির চোটে ভুগছেন ২০ বছর বয়সী দুয়ে। মাস খানেকের জন্য ছিটকে গেছেন তিনিও। বিশ্বকাপ বাছাইয়ে গত শুক্রবার ইউক্রেইনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান ফরাসি দুই রাইট উইঙ্গার দেম্বেলে ও দুয়ে। ২৮ বছর বয়সী দেম্বেলের চোট নিয়ে শঙ্কার কথা আগেই শোনা গিয়েছিল। ইউক্রেইন ম্যাচ থেকে তার ‘ছিটকে পড়ার’ খবরও বেরিয়েছিল। কিন্তু পায়ে অস্বস্তি অনুভব করা দুয়ের বদলি...