মুম্বাইয়ের ফোর্ট এলাকার একটি পুরোনো, নিও-গথিক ভবনের এক দরিদ্র অফিসে প্রকাশিত হচ্ছে দেশের অন্যতম প্রাচীন ও পরিচিত পারসিয়ান ম্যাগাজিন পারসিয়ানা। এই ম্যাগাজিনটি ১৯৬৪ সালে শুরু করেন ড. পেস্টঞ্জি ওয়ার্ডেন; যিনি পারসিয়ান কমিউনিটির চিকিৎসক ছিলেন এবং সামান্য স্যান্ডেলউড ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শহরের পারসিয়ান সম্প্রদায়ের জীবনধারা ও ঘটনা লিপিবদ্ধ করার উদ্দেশ্যে ম্যাগাজিনটি শুরু করেছিলেন। সেই সময় থেকে ম্যাগাজিনটির গ্রাহকসংখ্যা ও প্রভাব ক্রমেই বৃদ্ধি পেয়েছে। অনেক পারসিয়ানের জন্য এটি সম্প্রদায়ের খবর জানার একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল। কমিউনিটির সংখ্যা কমে যাওয়া ও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরও এটি সদস্যদের সংযুক্ত ও দৃশ্যমান রাখার কাজে সাহায্য করেছে। ৬০ বছর পর গ্রাহকসংখ্যা কমে যাওয়া, তহবিলের অভাব এবং পরিচালনার উত্তরসূরি না থাকার কারণে পারসিয়ানা এই অক্টোবর মাসে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাগাজিন বন্ধ হওয়ার খবর শুধু...