ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাশিয়া ইউক্রেনের ওই গ্রামটি দখলের দাবি করেছে। ২০২২ সালে সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত জুলাই মাসে রুশ বাহিনী ওই গ্রামে প্রবেশ করে। খবর এএফপির। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের খোরোশে গ্রাম দখল করে নিয়েছে। এদিকে কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় কিয়েভের একটি প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো লিখেছেন, প্রথমবারের মতো, শত্রুর আক্রমণে সরকারি ভবন, ছাদ এবং ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। খবর বিবিসির। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার ড্রোন হামলার কারণে সরকারি ভবনে আগুন লেগেছে। টেলিগ্রামে এক পোস্টে ক্লিটসকো লিখেছেন, ভবনটি কেন্দ্রীয়...