বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণে ইরান হাতে নিয়েছে নতুন উদ্যোগ। তেহরানে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক হাসপাতাল ও চিকিৎসা সম্মেলনে (আইপিএইচ-২০২৫) ঘোষণা দেওয়া হয়েছে ‘মেগা মেডিকেল ক্যাম্প প্রজেক্ট’ শীর্ষক বিশেষ স্বাস্থ্য কার্যক্রমের। ইরানের টেবমেড ট্যুরিজম-এর সিইও ডা. আলী বাজাজি জানান, আগামী অক্টোবরে বাংলাদেশে শুরু হতে যাওয়া ‘মেগা মেডিকেল ক্যাম্প প্রজেক্ট’ যৌথভাবে বাস্তবায়ন করবে ইসলামি দেশগুলোর স্বাস্থ্য পর্যটন উন্নয়ন কেন্দ্র এবং টেবমেড ট্যুরিজম ইরান। তিনি জানান, প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে (অক্টোবর–ডিসেম্বর) অনলাইন ও অফলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে চুক্তি এবং ঢাকায় সরাসরি ইরানি ডাক্তার ও বিশেষজ্ঞদের মাধ্যমে রোগী দেখার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় ধাপে (২০২৬ সালে) রোগীদের সঙ্গে প্রাথমিক চুক্তি, ভিসা ও ফ্লাইট সমন্বয় এবং বিদেশে বিশেষায়িত চিকিৎসার রেফারাল কার্যক্রম চালানো হবে।টেবমেড ট্যুরিজম-এর সিইও ডা....