ক্রিকেটপাড়া এখন সরগরম তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের মধ্যে চলছে প্রকাশ্য এক লড়াই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে এই দুজনই এগিয়ে আছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে উত্তেজনা। এর মধ্যে হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন বুলবুল। নিরাপত্তা শঙ্কায় এমন চিঠি দেন তিনি। যেখানে একজন বন্দুকধারীর জন্য আবেদন জানান বিসিবির বর্তমান সভাপতি। ধারণা করা হচ্ছে, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে বুলবুলকে। দেওয়া হয়েছে হুমকি। কারও কারও মতে, বুলবুলকে এমন হুমকি দিয়েছেন তামিম। যা নিয়ে নানা কথা উঠেছে নানা দিকে। এসব নিয়ে মুখ খুলেছেন তামিমও। দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হুমকি দেওয়ার ব্যাপারে কথা বলেন দেশসেরা ওপেনার। তামিম বলেন, ‘যদি আসলেই এটা হয়ে থাকে, এটা...