কয়েকটি নির্বাচনে টানা পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ৬৮ বছর বয়সী ইশিবা বলেছেন, তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জরুরি নেতৃত্ব নির্বাচন করবে। গত এক বছরে দায়িত্ব পালনকালে সংসদের উভয় কক্ষের নির্বাচনে জোটের ভরাডুবি ঘটে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটাররা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। ইশিবা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হওয়ায় আমরা একটি বড় বাধা অতিক্রম করেছি। এখন দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার সময় এসেছে। গত সপ্তাহে রাজনৈতিক অনিশ্চয়তার জেরে ইয়েন ও সরকারি বন্ডের বাজারে ধস নামে। বুধবার ৩০ বছরের বন্ডের আয় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। এলডিপি সোমবার জরুরি ভোটের ঘোষণা দেওয়ায়...