নিজস্ব প্রতিবেদক : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দলের অভ্যন্তরীণ বিভক্তি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হলেও এতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি রোববার বার্তাসংস্থা রয়টার্স জানায়। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র এখনো ইশিবার পদত্যাগ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলন করবেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্ষমতায় আসার পর থেকে ইশিবার জোট সংসদের উভয় কক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভোটারদের মধ্যে বাড়তি জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি ইশিবার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। গত জুলাইয়ে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর থেকে ইশিবার পদত্যাগের দাবি দলীয় মহল থেকে উঠতে থাকে, যদিও তিনি দীর্ঘদিন তা প্রত্যাখ্যান করেছিলেন। তবে রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে গত সপ্তাহে ইয়েন...