ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। স্বস্তিকা মুখার্জি তার ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের বেশ কয়েকটি খোলামেলা ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তার সামনের টেবিলে রাখা হয়েছে কয়েক পদের পানীয়। আর এসব ছবিতে বেশ দীর্ঘ ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী।আরো পড়ুন:আমি আফরান নিশোর ফ্যান: স্বস্তিকাআমি আর জিৎ ৬ বছর একসঙ্গে ছিলাম: স্বস্তিকা শুরুতে স্বস্তিকা মুখার্জি বলেন, “ওহ, আমার বয়স ৪৪ বছর এবং আমি খুবই আবেদনময়ী। যারা আমাকে ঘৃণা করেন, তাদের এখন সতর্ক হওয়া উচিত। কারণ আপনারা এই প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন।” কম বয়সে যারা নির্লজ্জ, তারা বুড়ি হলেও নির্লজ্জ থাকবে। এ তথ্য উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “যাই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য...