কাঠের বিকল্প হিসেবে কৃষি বর্জ্য ব্যবহার করে তৈরি করা যাবে শক্ত ও পরিবেশবান্ধব কাগজ, এমনটাই দাবি করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। ‘বাইওপেপ নেক্সাস’ নামে শিক্ষার্থীদের ওই দলটি কাগজ তৈরির নতুন এই পদ্ধতি উদ্ভাবনের কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় এই আইডিয়ার জন্য পুরস্কৃত হয়েছে দলটি। পাঁচ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসাইন। অন্যরা হলেন- মেসবাহুল ইসলাম হাদী, মো. ওমর ফারুক তালুকদার, ফাইরুজ ইয়াসমিন ও মোছা. তামান্না আফরোজ। আগস্টে হয়ে যাওয়া প্রতিযোগিতায় দলটি দেখিয়েছে, বাংলাদেশে প্রতিবছর উৎপাদিত ৬০ মিলিয়ন টনেরও বেশি কৃষি বর্জ্য হয়, যার একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। ধানের খড়, আখ ও কলা গাছের ছোবড়ার মতো বর্জ্য ব্যবহার করে তৈরি করা সম্ভব টেকসই কাগজ। এসব কাগজ...