চলতি মাসের শুরু থেকে ডাকসু নির্বাচনের প্রচারণায় অনুপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। কারণ ২ সেপ্টেম্বর থেকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। ঝুঁকি এখনও কাটেনি। ডাক্তারদেরও বারণ আছে। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে মেঘমল্লার হাজির হয়েছেন ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে, হাসপাতাল থেকে বেরোনোর ৩০ মিনিট পরই হাজির হয়েছেন সংবাদ সম্মেলনে। গত ১ সেপ্টেম্বর মেঘমল্লার ভর্তি হন হেলথ অ্যান্ড হোপ নামের একটি প্রাইভেট হাসপাতালে। এরপর জানা যায় যে তার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আছে। ল্যাপরোস্কপি করলে সাধারণত একজন মানুষ দুই থেকে তিন দিনের মধ্যে চলাফেরা করতে সক্ষম হন। তবে মেঘমল্লারের ফুসফুস জনিত সমস্যা থাকার কারণে সেটি সম্ভব হয়নি। এদিকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের সময় আবিষ্কৃত হয় যে, তার অন্ত্রে একটি সিস্ট আছে। মেডিক্যাল সাইন্সের...