ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৩:৩৪ কালারচর চকবেড়ীবাড়ী গ্রামবাসী নিজেরাই সংস্কার করল রাস্তা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ময়মনসিংহ:নির্বাচন এলে শুনি রাস্তার কাজ হবে, কিন্তু নির্বাচন চলে গেলে আর কাজ হয় না । যারা কথা দেয় তাদেকেও দেখা যয় না। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছরের মধ্যে ১৫ বছরই এ এলাকায় ইউপি ছিল । চেয়ারম্যান .এমপিরাও কথা দিয়ে কথা রাখেনি। তাই তো গ্রামবাসী নিজেরা মিলেই করছে রাস্তা সংসকারের কাজ করছেন ফুলবাড়ীয়ার কালারচর চকবেড়ীবাড়ী গ্রামবাসী ।ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের ৫ও ৬ নং ওয়ার্ডের অংশ কালারচর চকবেড়ীবাড়ী গ্রাম । এ গ্রামের মধ্য দিয়ে যে রাস্তা চলে গেছে সেটি হলো শিবগঞ্জ বাজার টু বড়খিলা ভায়া কালারচর রাস্তা। কাচা রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে এ রাস্তাটি...