পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মানেই সৌন্দর্যের এক অনন্য উপস্থিতি। ক্যামেরার সামনে হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে, তার প্রতিটি নতুন লুক ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সম্প্রতি তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ কালো পোশাকে। বডি-হাগিং স্টাইলিশ গাউনে ফুটে উঠেছে তার আকর্ষণীয় ফিগার। বিশেষভাবে নজর কেড়েছে পোশাকটির সাহসী কাট-আউট ডিজাইন। গ্ল্যামার ও আবেদন দুটোকেই নিখুঁতভাবে মেলাতে পেরেছেন তিনি। অতিরিক্ত অলঙ্কার নয়, শুধু কানে জ্বলজ্বল করছে ডায়মন্ডের দুল। সাজে রয়েছে ন্যুড-পিংক টোনের মেকআপ, চোখে আইলাইনার ও আইশ্যাডোর হালকা ছোঁয়া। আলো-আঁধারির ফ্রেমে তৈরি হয়েছে সিনেম্যাটিক আবহ, যা মিমির উপস্থিতিকে করেছে আরও মনোমুগ্ধকর। কোমরের ট্যাটুর ঝলক ছবিকে দিয়েছে...