খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রথম ‘জব ফেয়ার-২০২৫’ এর শেষ দিনে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে অদম্য বাংলা চত্বর ও সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তন।দুই দিনব্যাপী এ চাকরি মেলায় শিক্ষার্থীরা সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) শেষ দিনেও মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের ভিড় ছিল।স্টলগুলো ঘুরে দেখা গেছে, কেউ সম্ভাব্য চাকরির সুযোগের খোঁজ করছেন, কেউ আবার সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ার সেশনগুলোতে সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা তুলে ধরেছেন। শিক্ষার্থীদের মতে, এ মেলা তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একইসঙ্গে নেটওয়ার্কিং, পরামর্শ গ্রহণ ও চাকরির সুযোগ মিলছে।রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণাঅর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী রোকসানা আক্তার বলেন, এখানে একসঙ্গে এতগুলো...