জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি নতুন স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন হলো দালান আর ইটের জঙ্গল নয়, বরং ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনা।এই লক্ষ্যে তিনি দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান এবং মাছের পোনা অবমুক্ত করার এক নতুন কর্মসূচি শুরু করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সবুজবাগ পুকুর মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আফরোজা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে ‘মাছে-ভাতে বাঙালি’র স্বপ্ন দেখেছিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রতিটি বাড়িতে বনজ, ফলজ ও ওষুধি এই তিন ধরনের গাছ লাগানোর কথা বলেছিলেন। এই দুই নেতার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই তারেক রহমান এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।...