সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮০ মিলিয়ন। প্রতিদিন জনসংখ্যা বাড়ছে, কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকারত্ব ও অসহায়ত্বও বাড়ছে। শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, গ্র্যাজুয়েটের সংখ্যা বাড়ছে, কিন্তু কর্মসংস্থান পর্যাপ্ত নয়। কর্মসংস্থানের আশায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি দিচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে।আজকের ঢাকা বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর। টমটম ট্রাফিক ইনডেক্স (২০২৪) অনুযায়ী একজন সাধারণ নাগরিক প্রতিদিন গড়ে ২-৩ ঘণ্টা যানজটে আটকে থাকেন। বিশ্বব্যাংকের (২০২৩) সমীক্ষায় দেখা গেছে, যানজটের কারণে বাংলাদেশ প্রতি বছর ৩-৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ, যানজট শুধু সময় ও উৎপাদনশীলতা ক্ষতি করছে না, জাতীয় অর্থনীতির ওপরও বিশাল চাপ সৃষ্টি করছে।ঢাকার সড়ক অবকাঠামো শহরের মোট আয়তনের মাত্র ৭ শতাংশ, যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী কমপক্ষে ২৫-৩০ শতাংশ থাকা প্রয়োজন। জনসংখ্যার চাপ, জমির...