ভরদুপুরে হুইল চেয়ারে চেপে স্লোগান দিতে দিতে মধুর ক্যান্টিনের সামনে এলেন মেঘমল্লার বসু। ডাকসুর এ জিএস প্রার্থী সাংবাদিকদের সামনে তুলে ধরলেন এ ক’দিন ক্যাম্পাসে থাকতে না পারার কারণ। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন রোববার দুপুর ২টায় হাসপাতাল থেকে ক্যাম্পাসে পৌঁছান মেঘমল্লার বসু। তার হয়ে প্রচার চালানোর জন্য সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে। শারীরিক অসুস্থতা নিয়ে গত ১ সেপ্টেম্বর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এ সভাপতি। হাসপাতালে তার ‘অ্যাপেন্ডিক্স অপারেশন’ হয়। সদ্য প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন মেঘমল্লার বসু। তিনি বলেন, “আমাকে চিকিৎসকরা বলেছেন- বিশ্রামে থাকার জন্য। কিন্তু আমি ক্যাম্পাসে চলে এসেছি। রাজপথই আমাদের অক্সিজেন। “আমার অনুপস্থিতির কারণে কেউ কেউ সমালোচনা করছেন, আমি নাকি...