বিশ্বের সবচেয়ে বড় বালি ব্যাটারি উদ্বোধন করেছে ফিনল্যান্ড, যা সৌর ও বায়ুর মতো পুনরায় ব্যবহারযোগ্য উৎস থেকে তৈরি বিশাল পরিমাণ শক্তি সংরক্ষণ করবে বলে দাবি নির্মাতাদের। ১৩ মিটার উঁচু এই কাঠামোটি ফিনল্যান্ডের দক্ষিণের পৌর এলাকা পোর্নেইনে অবস্থিত। প্রতি ঘণ্টায় একশ মেগাওয়াট পর্যন্ত শক্তি সংরক্ষণ করতে পারে এটি, যা প্রায় ১০ হাজার বাড়িতে একদিনের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ফিনল্যান্ডের কোম্পানি ‘পোলার নাইট এনার্জি’র তৈরি এ তাপ-সংরক্ষণ ব্যবস্থাটি পরিবেশবান্ধব উৎস যেমন সৌর বা বায়ু শক্তি থেকে তৈরি বাড়তি বিদ্যুৎ দিয়ে বালি গরম করে। কারণ বালি অনেক তাপ শোষণ করে রাখতে পারে। ফলে বিদ্যুতের দরকার হলে সেই গরম বালির তাপ আবার শক্তি উৎপাদনের জন্য কাজে লাগানো হয়। এ গরম বালি প্রায় পাঁচশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সপ্তাহের...