ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। জুলাইয়ের নির্বাচনে তার দল এলডিপি জোটের ঐতিহাসিক পরাজয়ের পর তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। রোববার ৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের নির্বাচনে শিগেরু ইশিবার দল এলডিপির ঐতিহাসিক পরাজয়ের পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন এমন খবর অস্বীকার করেন। এর কয়েক সপ্তাহ পরে রোববার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি নিশ্চিত করতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে। গত অক্টোবরে তার দায়িত্ব গ্রহণের পর থেকে ইশিবা নির্বাচনে পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা কমে যায়। অক্টোবরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের ফলে নিম্নকক্ষে আরও সংখ্যালঘু হয়ে পড়ে দলটি। এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন আরও...