দেশে সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।একের পর এক গোল করে ভুটান নারী লিগের প্রথমার্ধ শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। চলতি মৌসুমে ভুটানের পারো এফসির হয়ে ৯ ম্যাচে করেছেন ২৬ গোল। এর মধ্যে রয়েছে একাধিক হ্যাটট্রিকও। শুধু ক্লাবের সেরা গোলদাতা নন, লিগের সামগ্রিক তালিকাতেও এখন পর্যন্ত তার সমকক্ষ কেউ নেই। পারো এফসির জার্সিতে সাবিনার পরেই আছেন আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া, তার গোল সংখ্যা ২১। এরপর আছেন ঋতুপর্ণা চাকমা (১৫) ও মনিকা চাকমা (১১)। এই চার বাংলাদেশি ফুটবলার মিলে করেছেন মোট ৭৩ গোল। পারোর হয়ে অন্য কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। লিগে পারোর হয়ে খেলছেন মোট সাতজন বাংলাদেশি...